ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ডাকাত দলের হামলায় গৃহকর্তা নিহত

কাজী এনামুল হক, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণের পেরুল ইউনিয়নের ২টি গ্রামে ডাকাতিকালে ডাকাত দলের হামলায় গৃহকর্তা অজিত বরণ রায় নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ডাকাতরা ৪টি ঘরের ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৬লাখ টাকাসহ প্রায় ১১ লাখ টাকার মালপত্র লুট করে।

এসময় ডাকাতের হামলায় নারীসহ ১১জন আহত হয়।

শনিবার ভোর রাতে সদর দণি উপজেলার পেরুল ইউনিয়নের পশ্চিম পেরুল ও খলিলপুর গ্রামে ডাকাতির এ দু’টি ঘটনাটি ঘটে।

সকাল সাড়ে ১০টায় সদর দণি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরহাদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

১০নং পেরুল ইউনিয়নের চেয়ারম্যান আমান উল্লাহ, বুচ্চি ফাড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আহমেদ ও স্থানীয় জহির উদ্দিন বাংলানিউজকে জানান, শনিবার রাত ২টায় পশ্চিম পেরুলের মন্ডল বাড়িতে আধা পাকা ২টি ঘরের তালা ভেঙ্গে  ডাকাত দল প্রবেশ করে। ঘরের সবাইকে অস্্েরর মুখে জিম্মিকরে নগদ ৭ হাজারটাকাসহ প্রায় লাখ টাকার মালপত্র লুটে নেয়।

এসময় গৃহকর্তা চিৎকার দিলে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গৃহকর্তা অজিত বরণ রায়কে ছুরিকাঘাত করে। স্বজনেরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে পালিয়ে যায় ডাকাতরা। ডাকাতদের হামলায় ৯ জন আহত হয়।

পরে ডাকাতরা পাশ্ববর্তী খলিলপুর গ্রামের কাপড় ব্যবসায়ী তপন মজুদদারের বাড়িতে ঢুকে নগদ ৬ লাখ টাকা, ৭ভরি স্বর্ণালংকার এবং হরিচর প্রাথমিক বিদ্যালয়ের শিক তপন আশ্চার্য্যরে সাড়ে ৬ভরি স্বর্ণালংকারসহ ২লাধিক টাকার মালপত্র নিয়ে পালিয়ে যায়। এসময় হামলায় ২জন আহত হয়।  

আহতরা হলো- রতন রায়(৬০), যতন রায়(৫০), তুলি রায়(৪২), পরিতোষ সাহা(৫২), বিজয় সাহা(৫০), মরণ সাহা(৫৩). সুমন সাহা(২৮), গীতা রানি সাহা(৪২), তপন  মজুমদার(৪৫) তপন আশ্চার্য্য(৪২)।

এ ঘটনায় মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫২০ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।