ঢাকা: চিত্রনায়িকা পরীমনির অভিযোগের পর আলোচনায় আসা ঢাকা বোট ক্লাব সরকারের অনুমোদন নিয়ে গড়ে উঠেছে কিনা, সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে হারুনুর রশিদ এ দাবি জানান। তিনি হাউস পার্টি ও ডিজে পার্টির নামে মাদকের বিস্তার ঘটেছে বলেও অভিযোগ করেন।
হারুনুর রশিদ বলেন, ঢাকাসহ সারা দেশে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। বিভিন্ন অভিজাত এলাকায় হাউস পার্টি, ডিজে পার্টির নামে এ মাদকের বিস্তার ঘটছে। বোট ক্লাবের একটি ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় এসেছিল। সংসদে আমরা বিরোধী সদস্যরা এ বিষয়ে বক্তব্য দিয়েছিলাম। নদীর তীরবর্তী এলাকায় বোট ক্লাব করা হয়েছে কিনা। এই বোট ক্লাবে নিয়মিত মদ্যপান, জুয়া খেলা হয়—এ রকম একটি ক্লাবে আইজিপি কোনো আইনে সভাপতি থাকতে পারেন কিনা, আমার জানা নেই। দেশ স্বাধীন হওয়ার পর ৫০ বছরের ইতিহাসে এ ধরনের কোনো ক্লাবে পুলিশের প্রধান সভাপতির দায়িত্ব বা এই ধরনের ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন কিনা—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছি।
হারুন আরও বলেন, চিত্রনায়িকা পরীমনিকে গ্রেফতার করা হলো। আবার জামিনে মুক্তি পেয়েছেন। জামিনে মুক্তি পেয়ে পরীমনি গণমাধ্যমে বলেছেন—কত নাটক করে তাকে ধরে নেওয়া হয়েছে। তাকে বলা হয়েছিল শুধু অফিসে নেওয়া হবে, কিছু জিজ্ঞাসা করা হবে। পরীমনির ঘটনার তদন্ত কর্মকর্তাকে ইতোমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পরীমনির বাসায় র্যাব অভিযান চালিয়েছে। র্যাব নিজেরা এই ঘটনা তদন্তের দাবি জানিয়েছিল। কারণ এর পেছনে অনেক বড় শক্তি জড়িত। এদের যারা ব্যবহার করছে তাদের চিহ্নিত করা দরকার। পরীমনির ঘটনায় হাইকোর্ট পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। আদালত বলেছেন—পরীমনি একজন নারী, অসুস্থ, চিত্রজগতের কর্মী, এ জন্য জামিন দেওয়া হয়েছে। তাকে পর পর তিনদিন কেন রিমান্ডে নেওয়া হলো—এ জন্য জচ কোর্টের নথি তলব করেছেন হাইকোর্ট। এটা নিয়ে জনগণের মধ্যে বিভিন্ন কথা হচ্ছে। র্যাব পরীমনির বাড়িতে গ্রেফতার অভিযানের সময় মিনি বার পেয়েছিল, এসব কি অসত্য?
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এসকে/এমজেএফ