ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কাজিপুরে পানির চাপে ধসে পড়লো দুটি সেতু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
কাজিপুরে পানির চাপে ধসে পড়লো দুটি সেতু ধসে যাওয়া সেতু। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: বন্যার পানির প্রবল চাপে যমুনা নদী বিধৌত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগরে দুটি সেতু ধসে গেছে।  

শুক্রবার (৩ সেপ্টেম্বর) যমুনা নদীর পশ্চিম পাড়ের ইউনিয়ন মনসুর নগরের মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয় পাকা রাস্তার সেতু দুটি ধসে যায়।

এসময় রাস্তার বেশ কিছু অংশও ধসে গেছে।  

মনসুর নগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর জানান, গত কদিন ধরেই পানির তীব্র চাপের কারণে মাজনাবাড়ী হাইস্কুল হয়ে সরিষাবাড়ী ও জামালপুর যাওয়ার এলজিইডির এই সড়কটির বেশ কিছু অংশ ভেঙে গেছে। শুক্রবার সকাল থেকে এ রাস্তার দুটি সেতুতে ধস দেখা দেয়। একপর্যায়ে একটি সেতু সম্পূর্ণরূপে ধসে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। অপর সেতুটিও ধসে গেছে বলে জানান তিনি।  

এদিকে চলতি বন্যায় মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ী, চরছিন্না, চরগিরিশ, ভেটুয়া, ছালাল, শালদহ যমুনা বাজার থেকে পুরাতন বাজার পযর্ন্ত রাস্তা বন্যার পানিতে ধসে পড়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান রাজমহর।  

কাজিপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শামছুল বাড়ি জানান, ওই সড়কে একটি এলজিইডির পুরাতন সেতু এবং অপরটি ত্রাণ ও পুনর্বাসন বিভাগের। দুটি সেতু ধসে যাওয়ার খবর আমরা পেয়েছি।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ