ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

খুলনা: খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইক চালক মো. জিল্লুর রহমান (৪৫) ও যাত্রী সিয়াম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আরেক নারী যাত্রীসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা দিকে হরিনাটানা থানার হোগলাডাঙ্গা পাওয়ার প্ল্যান্টের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রী সিয়াম ঘটনাস্থলে মারা যান। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া পর ইজিবাইক চালক জিল্লুর রহমান মারা যান।

আহত দুইজনের মধ্যে ইজিবাইকের নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আহত অপর ব্যক্তির নাম লিটন পান্ডে (৪৯)। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হরিনটানা থানার হোগলাডাঙ্গা পাওয়ার প্ল্যান্টের সামনে যাত্রীবাহী ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষ হয়। এ সময়ে ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী সিয়াম মারা যান। তিনি বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফতলা গ্রামের বাসিন্দা জুলফিকারের ছেলে। গুরুতর আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৬টার দিকে ইজিবাইক চালক জিল্লুর রহমান মারা যান। তিনি নগরীর হরিনটানার জয়খালী গ্রামের বাসিন্দা মৃত মো. এমদাদুল হকের ছেলে।

হরিনটানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ঘটনায় ঘটনাস্থলে সিয়াম নামে ইজিবাইকের এক যাত্রী মারা গেছেন। বাকি ইজিবাইক যাত্রীদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ