ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় এক শিশু শ্রমিকসহ দু’জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নেত্রকোনা কলমাকান্দা উপজেলার দনিয়াগাঁও গ্রামের আলী আকবর (৫৫) ও বরিশাল স্বরূপকাঠি উপজেলার বিষ্ণুকাঠি গ্রামের শামীম হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (১৩)।
জানা গেছে, গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে পুরোনো নগরপ্লাজা ভবন ভাঙার কাজ করছিলেন আলী। কাজ করার সময় তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় সেখানে থাকা সহকর্মী নজরুল ইসলাম তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলী গুলিস্তানের ওই ভবনেই থাকতেন বলে জানান সহকর্মী নজরুল।
অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালে মারা যায় হৃদয়। জুরাইনে কারখানায় কাজ করার সময় যন্ত্রের আঘাতে আহত হয় সে।
হৃদয়ের চাচা রাসেল হাওলাদার বাংলানিউজকে জানান, জুরাইন মেডিক্যাল রোডে থাকতো হৃদয়। ওই রোডেই একটি কয়েল কারখানায় কয়েকমাস ধরে কাজ করছিল সে। গত ২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে কাজ করতে গিয়ে তার পেটে আঘাত লাগে। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জুরাইনের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্তায় হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে ঘটনাগুলো জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এজেডএস/এনএসআর/এসআরএস