ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণের শাস্তি ৫০ বার জুতাপেটা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
ধর্ষণের শাস্তি ৫০ বার জুতাপেটা!

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে মহিলা মাদরাসায় এক নারীকে ধর্ষণের দায়ে কাজী শহিদুর নামে এক কর্মচারীকে শাস্তি হিসেবে ৫০ বার জুতাপেটা করেছেন মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এ নিয়ে এলাকাজুড়ে চলছে সমালোচনা।

গত ২৪ আগস্ট উপজেলার মহেড়া ইউনিয়নের গোড়াকী কাজীনগর এলাকার দারুল উলুম গোড়াকী মাদ্রাসায় সালিশী বৈঠক করে দোষী ব্যক্তিকে জুতাপেটা করা হয়। কাজী শহিদুর মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল গফুর সরকার ও ইয়াসিন মিয়ার ভাতিজা।

জানা যায়, মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ওই মাদ্রাসায় আবাসিকে থাকা দুই মেয়েকে দেখতে আসেন উপজেলার ঘোনাপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী। মাদরাসার অফিস কক্ষে অপেক্ষা করছিলেন ওই নারী। এসময় কর্মচারী কাজী শহিদুর ওই নারীকে ধর্ষণ করেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শহিদুরকে আটক করে। আটকের বিষয়টি জানাজানি হওয়ার পর মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিকেলে সালিশী বৈঠকের আয়োজন করে। ওই সালিশে ধর্ষক কাজী শহিদুর তার অপরাধের কথা স্বীকার করেন। এসময় তাকে ধর্ষণের শাস্তি হিসেবে ৫০ বার জুতাপেটা করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর করবেন না বলে মুচলেকা নেন।

মওলানা মোতালেব হোসেন নামের স্থানীয় এলাকাবাসী জানান, মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল গফুর সরকার বর্তমানে পাকিস্তানে বসবাস করছেন। তিনি বেশিরভাগ সময় সেখানেই থাকেন। তার অবর্তমানে মাদরাসাটি দেখাশোনা করেন ছোট ভাই ইয়াসিন মিয়াসহ তার পরিবারের লোকজন।

এদিকে সালিশী বৈঠকে ধর্ষণের শাস্তি জুতাপেটা করা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এলাকাবাসী বলছেন, এই মাদরাসায় প্রায় পাঁচ শতাধিক ছাত্রী আবাসিকে থেকে লেখাপড়া করছে। এ ঘটনার পর ওই শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে।

কাজী মোজাম্মেল নামের এক ব্যক্তি জানান, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে মাদরাসাটিতে। কিন্তু এ নিয়ে কেউ কোনো কথা বলতে সাহস পায়নি। আগের ঘটনাগুলোও স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ধামাচাপা দেওয়া হয়েছে।

ওই মাদরাসার আরেক প্রতিষ্ঠাতা ইয়াসিন মিয়া জানান, প্রতিষ্ঠানটি রক্ষার কারণে তার ভাতিজাকে সালিশের মাধ্যমে জুতাপেটা করা হয়েছে। একইসঙ্গে তাকে মাদরাসা থেকে বের করে দেওয়া হয়েছে।

মহেড়া ইউনিয়ন পরিষদের গোড়াকী তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদত হোসেন জানান, মাদরাসার প্রতিষ্ঠাতার ভাতিজা হওয়ায় এবং প্রতিষ্ঠানটির কথা ভেবে বিষয়টি সালিশী বৈঠকের মাধ্যমে মীমাংসা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ