ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌগাছায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
চৌগাছায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

যশোর: যশোরের চৌগাছায় পূর্ববিরোধের জের ধরে চাচতো ভাই ও ভাতিজাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল মন্ডল (৩৫) ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। আহতরা হলেন, ইমামুলের চাচতো ভাই আহম্মদ আলী মন্ডলের ছেলে রবিউল ইসলাম মন্ডল ও কামাল হোসেন মন্ডল।

যশোর পুলিশের মুখপাত্র গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার বাংলানিউজকে বলেন, ফুলসারা ইউনিয়নের দুর্গাবরকাঠি গ্রামের মতিয়ার রহমানের বাড়িতে পূর্ববিরোধের জের ধরে হামলা চালান তার ভাই আহম্মদ আলী মন্ডলের ছেলে রবিউল ইসলাম মন্ডল, কুরবান মন্ডল ও কামাল মন্ডল এবং রবিউল মন্ডলের ছেলে শান্ত মন্ডল।

এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে মতিয়ার রহমান ও তার ছেলে ইমামুল মন্ডল আহত হন। আহত ইমামুলকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হাওয়ায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমামুল হাসান মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

হামলা চলাকালে দুই পক্ষের মারামারিতে রবিউল মন্ডল ও কামাল মন্ডলও আহত হন। তাদেরও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বাংলানিউজকে বলেন, পূর্ববিরোধের জের ধরে চাচতো ভাই ও ভাতিজাদের হামলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
ইউজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।