ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কামড় খেয়েও 'বাচ্চা সাপ' পকেটে নিয়ে ঘুম, অতঃপর...  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
কামড় খেয়েও 'বাচ্চা সাপ' পকেটে নিয়ে ঘুম, অতঃপর...   ফাইল ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে স্বপন সাঁওতাল (৩৮) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


 
এলাকাবাসী জানান, স্বপন গত বৃহস্পতিবার একটি সাপের বাচ্চা ধরে বাড়িতে নিয়ে আসেন। দিনভর সঙ্গে রাখার পর রাত ১১টায় সাপটি তার হাতে কামড় দেয়। কিন্তু বাচ্চা সাপ বিষাক্ত নয় ধারণা করে সাপটি পকেটে রেখে ঘুমাতে যান তিনি। সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করলেও তিনি ঘুম থেকে উঠছিলেন না। খবর পেয়ে সুরমা চা বাগানের চিকিৎসক শওকত আালী ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।
 
বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত স্বপন সাঁওতাল সুরমা চা বাগানের রেংগুটিলা এলাকার বাবু লাল সাঁওতালের ছেলে।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ