ঢাকা: রাজধানীর আদাবরে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ (২৬) নামে এক যুবক মারা গেছেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদাবরের শেকেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের কেউ এখনো আটক হয়নি।
নিহত আব্দুল আজিজ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার দুলাল মিয়ার ছেলে। তিনি শেখেরটেক এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
এজেডএস/এসআই