ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে গুলি বিনিময়: ৪ জঙ্গি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে গুলি বিনিময়: ৪ জঙ্গি আটক ...

ময়মনসিংহ: ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের পর চার জঙ্গিকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত নৌকা থেকে একটি গুলি ভর্তি বিদেশি পিস্তল, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হান্নানুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় তাদের অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল শনিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে নগরীর খাগডহর এলাকায় অভিযানে যান। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।  

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১

কেএআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ