ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আ. লীগ নেতার ভাগনে হত্যার ‘ক্লু’ পেয়েছে পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
আ. লীগ নেতার ভাগনে হত্যার ‘ক্লু’ পেয়েছে পুলিশ মাসুদ রানা

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লালাদীঘি গ্রামে রোববার (২৯ আগস্ট) খুন হন মাছচাষি মাসুদ রানা (৪১)।  

নিহত মাসুদ রানা উপজেলার চাঁপাল গ্রামের খালেক সরকারের ছেলে।

তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদের ভাগনে এবং উপজেলা যুবলীগের সহসভাপতি আলমগীর কবির স্বপনের ভাই।

মো. লিটন নামের আরেক ব্যক্তির সঙ্গে পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করতেন তিনি। ৩০ আগস্ট ভোররাত থেকে তাদের পুকুরে মাছ ধরার কথা ছিল। এ কারণে তারা পুকুর থেকে ডালপালা তুলে পরিষ্কার করে রেখেছিলেন। একদল জেলেকেও ঠিক করে রেখেছিলেন।  

রাতে দুজনে টং ঘরেই ঘুমান। রাত ৩টার দিকে একদল চোর গিয়ে লিটন ও মাসুদের হাত, পা ও মুখ বেঁধে ফেলেন। এরপর তারা পুকুরে জাল নামিয়ে মাছ ধরতে থাকেন। এরই মধ্যে মাসুদ ও লিটনের জেলেরা চলে এলে চোরেরা জাল ও মাছ ফেলেই পালিয়ে যায়। জেলেরা গিয়ে লিটন ও মাসুদের বাঁধন খুলে দেন। তখন দেখা যায় মাসুদ মারা গেছেন।

পুলিশের ভাষ্যমতে, হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করার ‘ক্লু’ আছে। তাদের ফেলে যাওয়া জালের সূত্র ধরেই ঘাতকদের সন্ধান মিলতে পারে। সেই সূত্র ধরেই কাজ করছেন তারা। দ্রুত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলেও আশা তাদের।  

রাজশাহীর গোদাগাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম মামলাটি তদন্ত করছেন। তিনি জানান, শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।

পুলিশের দাবি, অন্ধকারে অতর্কিত এসে হত্যাকারীরা মাসুদ ও লিটনের হাত-পা ও মুখ বেঁধে উপুড় করে ফেলে রাখে। যে জাল পাওয়া গেছে সেটি টানতে অন্তত ১০ জন লোক দরকার। তাই এই ঘটনায় এমন সংখ্যক ব্যক্তি জড়িত থাকতে পারে।

জানতে চাইলে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পুকুরপাড় থেকে চোরদের জাল ও ফেলে যাওয়া মাছ জব্দ করা হয়। জালগুলো মামলার বড় আলামত। এটি একটি ‘ক্লু’। কিন্তু এ রকম জাল কে বা কারা ব্যবহার করত, সেটা এখনও খুঁজে পাওয়া যায়নি। ঘটনার সময় লিটনও কাউকে চিনতে পারেননি। তবে গুরুত্বের সঙ্গে এই হত্যামালার তদন্ত চলছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।