ঢাকা: ডেঙ্গু মশার প্রকোপ থেকে বাচঁতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছেন ধানমন্ডি এলাকার সাধারণ মানুষ। সে সঙ্গে দক্ষিণ সিটি মেয়রের একটি প্রতীকী কুশপুতুল দাহ করেন বিক্ষুব্ধ নগরবাসী।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি-সায়েন্স ল্যাবরেটরি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- পুরান ঢাকার নাগরিক উদ্যোগের সভাপতি মোহাম্মদ নাজিম, বিডি টুরিস্ট সাইক্লিংয়ের সমন্বয়ক আশিক উদ্দীন সৈনিক, মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ইসা, বাংলাদেশ সচেতন নাগরিক সমাজের কো সমন্বয়ক রানা রহমান।
মানববন্ধনে বক্তারা তাপসের কড়া সমালোচনা করে বলেন, প্রতিদিন গড়ে ৫শ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর বর্তমান নগর পিতা বিদেশে গিয়ে রিল্যাক্সড করছেন। অতিষ্ঠ নগরবাসী একদিকে মৃত্যু ঝুঁকিতে আছেন আর মেয়র বিদেশে ফুর্তিতে আছেন।
এ সময় সিটি মেয়র তাপসের ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করারও আহ্বান জানান সাধারণ জনতা।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
এমএইচ/জেডএ