ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪ দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য প্ল্যাটফর্মের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
৪ দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য প্ল্যাটফর্মের মানববন্ধন ৪ দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য প্ল্যাটফর্মের মানববন্ধন

ঢাকা: মুক্তিযোদ্ধাদের কল্যাণ ট্রাস্ট রক্ষাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য প্ল্যাটফর্ম।  

শনিবার (০৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির চার দফা দাবিগুলো হলো- মুক্তিযোদ্ধাদের কল্যাণ ট্রাস্ট রক্ষা, সাংবিধানিক সুরক্ষা আইনের স্বীকৃতি, অচিরেই মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন এবং মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পুর্নবহাল করা।

মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য প্ল্যাটফর্মের সভাপতি শামিম বিশ্বাস মানববন্ধনে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের অধিবাসী। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এই স্বাধীন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আজ বীর মুক্তিযোদ্ধাদের সম্পদ হরণ করার খবর পাওয়া যায়। ইতোমধ্যে মুক্তিযোদ্ধাদের সম্পদ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ওপর যাদের কু-নজর পড়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ন্যায্য দাবি সাংবিধানিক স্বীকৃতি। সারাদেশে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর জুলুম নির্যাতনের হাত থেকে রক্ষার একমাত্র উপায় সুরক্ষা আইন। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর তৈরি মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের দাবি ও মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পুর্নবহালের দাবি করছি।  

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় সভাপতি জাফর ইকবাল নান্টু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য প্ল্যাটর্ফমের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টপি, সিনিয়র সহ সভাপতি তাজী মশিউর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান প্রতিবাদী কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
জিসিজি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।