ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক ফাইল ছবি

টাঙ্গাইল: দুই ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে স্বাভাবিক হয়।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে এক দুর্ঘটনায় বন্ধ ছিল ট্রেন যোগাযোগ।

টাঙ্গাইল রেলওয়ের স্টেশন মাস্টার সোহেল খান বাংলানিউজকে জানান, বেলা সোয়া ১১টার দিকে টাঙ্গাইলের গড়াশিন রেলক্রসিং এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন। এতে ট্রেনটির হুইসপাইপ (বাতাস প্রবেশের পাইপ) ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ ছিল বন্ধ ছিল। রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস টাঙ্গাইল স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস মির্জাপুরের মহেড়া স্টেশনে আটকা পড়ে। দুই ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচাল।

** ভ্যানে ট্রেনের ধাক্কা, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ