ঢাকা: রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২০ পিস ইয়াবাসহ সোয়াইব ও সালাউদ্দিন নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
শনিবার (৪ সেপ্টেম্বর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু।
এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাফরুল থানার হাজী আশরাফ আলী স্কুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
বদরুজ্জামান জিল্লু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে আসামিরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কাফরুল এলাকায় বিক্রয়ের জন্য অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
এমএমআই/জেডএ