নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফিল্মি স্টাইলে গুলি করে এক ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় এক পথচারী গুলিবিদ্ধ হয়।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সানারপাড় পিডিকে ফিলিংস্টেশনের কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুপুরে আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাতো ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে বিদেশি বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আড়াইহাজার ফিরছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে তাদের মোটরসাইকেল আটকে ছিনতাইকারীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করছে। গুলিবিদ্ধ পথচারীকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এএটি