ফরিদপুর : গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনা ভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মৃত আটজনের মধ্যে ফরিদপুরের পাঁচজন, রাজবাড়ীর একজন, গোপালগঞ্জের একজন এবং মাগুরার একজন রয়েছেন।
একই সময়ে ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৬৯ শতাংশ। পিসিআর ল্যাবে শনাক্ত ৪১ জনের মধ্যে ভাঙ্গায় পাঁচজন, নগরকান্দায় পাঁচজন, মধুখালীতে নয়জন, চরভদ্রাসনে একজন এবং ফরিদপুর সদরে ২০ জন রয়েছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৭৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৪৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১২ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫০৯ জন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এমএমজেড