ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে আহত হয়েছেন নাঈম হাসান (২৫) নামের এক তরুণ। তাকে ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সানারপাড় ও সাইনবোর্ডের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
আহত নাঈম হাসান জানান, তার বাসা পশ্চিম সানারপাড় এলাকায়। মতিঝিলে লংকাবাংলা সিকিউরিটজ কোম্পানিতে চাকরি করেন। আজ তার কোম্পানি বন্ধ ছিল। দুপুরে মোটরসাইকেলে করে সাইনবোর্ড এলাকায় গিয়েছিলেন মোটরসাইকেলের ইন্সুরেন্সের টাকা জমা দিতে।
নাঈম আরও জানান, টাকা দিয়ে সেখান থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। সাইনবোর্ড ও সানাড়পারের মাঝামাঝি পিডিক তেল পাম্পের কাছে এলে হঠাৎ একটি গুলি এসে তার বাম পায়ের ঊরুতে লাগে। কোন জায়গা থেকে অথবা কে বা কারা গুলি করেছে, তা বলতে পারছেন না তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত নাঈমের বাম পায়ের ঊরুতে গুলি লেগেছে। গুলিটা ভিতরেই রয়ে গেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানানো হয়েছে।
এর আগে শনিবার দুপুরে একই জায়গায় ফিল্মি স্টাইলে গুলি করে এক ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এসময় এক পথচারী গুলিবিদ্ধ হয়। ধারণা করা হচ্ছে, তিনিই আহত নাঈম হাসান।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এজেডএস/জেএইচটি