ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ফাইল ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিবর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নজরুল ইসলাম নামে এক ব্যক্তি।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিহত ব্যক্তির মরদেহের সুরোহাল প্রতিবেদন তৈরিসহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল রৌমারী থানা চত্বরে। এর আগে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
এদিন ভোরে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর-কাউনিয়ারচর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৪-১০৫৫ পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শহিবর রহমান ওই ইউনিয়নের আমবাড়ী গ্রামের ইছার উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী লিলি পারভীন বলেন, ‘আমার স্বামী মাছ ধরতে সীমান্তের কাছে গেলে বিএসএফ গুলি করে। পরে আহতাবস্থায় বাড়িতে আনার সময় তার মৃত্যু হয়। আমি এর বিচার চাই। ’

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু সাইদ বাংলানিউজকে জানান, দুপুরে গুলিবিদ্ধ মরদেহ বশির আলীর বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তিনি গরু চোরাকারবারি কি-না তার জানা নেই।

সীমান্তবাসী সূত্রে জানা যায়, খেতারচর-কাউনিয়ারচর সীমান্ত দিয়ে ১৫-২০ জনের একটি চোরাকারবারিরা দল ভারতের দ্বীবচর সীমান্ত দিয়ে বাঁশের তৈরি আড়কি দিয়ে কাঁটাতারের উপর দিয়ে অবৈধভাবে গরু আনছিল। এ সময় ভারতীয় বিএসএফ-৬ ব্যাটালিয়নের দ্বীবচর ক্যাম্পের সদস্যরা চোরাকারীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সবাই পালিয়ে যায়। তবে ঘটনাস্থালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শহিবর এবং গুলিবিদ্ধ হন আরও একজন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনস্ত রৌমারী উপজেলার দাতঁভাঙ্গা কোম্পানি কমান্ডার মো. জয়নুদ্দিন বাংলানিউজকে জানান, ভোরে সীমান্তে তিন-চার রাউন্ড গুলির শব্দে সীমান্ত এলাকায় বিজিবির টহল দল গিয়ে কাউকে দেখতে পাননি। পরে স্থানীয়দের মাধ্যমে শহিবরের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়ে থানায় জানানো হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে নিহত শহিবরের পরিবারের দাবি— তারা সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ