ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

পদবি ও বেতন গ্রেড পরিবর্তনের দাবি সহকারী কালেক্টরেটদের  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
পদবি ও বেতন গ্রেড পরিবর্তনের দাবি সহকারী কালেক্টরেটদের  

ঢাকা: দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত কর্মচারীদের বিদ্যমান পদবি পরিবর্তন করে সহকারী প্রশাসনিক কর্মকর্তা ও বেতন গ্রেড বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)।

 শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠনটি।

এ সময়  বাকাসসের সহ-সভাপতি মো. মকবুল হোসেন, অতিরিক্ত মহাসচিব মো. শরীফুল ইসলাম, মো. হাফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মহাসচিব মো. আকবর হোসেন বলেন, মাঠ পর্যায়ের কর্মচারীরা জনপ্রশাসনের অধীনে কাজ করছেন। চাকরি জীবনে অনেকের একটি মাত্র গ্রেড পরিবর্তন হয়। অনেকের আবার তাও হয় না। তাই গত ২০ বছরের নানা সমস্যা অনুধাবন করে পদবি ও গ্রেড পরিবর্তনের ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

তিনি বলেন, কর্মচারীরা ভালো না থাকলে সেবার মান ভালো হয় না৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিষয়টি আমলে নিয়ে অনুমোদন দিয়েছেন। কিন্তু অর্থমন্ত্রণালয় অনুমোদন না দেয়ায় এখনও আটকে আছে। এজন্য আমরা দ্রুত অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দাবি করছি।

এদিকে সংবাদ সম্মেলনে অফিস সুপারিন্টেনডেন্ট, সিএ কাম উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী- এ ৮টি পদকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা নামে একটি পদে নামকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সময় : ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪,২০২১

জিসিজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।