ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

এক বোয়ালের দাম ৫৬ হাজার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
এক বোয়ালের দাম ৫৬ হাজার!

রাজবাড়ী: এবার পদ্মায় জেলের জালে ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মানিকগঞ্জের হরিরামপুর এলাকার পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি কিনে তা আবার ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৫৬ হাজার টাকায় বিক্রি করেন মাছটি।

এর আগে, স্থানীয় কায়ুম হালদারের কাছ থেকে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন সম্রাট।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা ও যমুনা নদীর মোহনার কায়ুম হলদারের নেতৃত্বে জাল ফেলে ৯ জেলে। ১০টার দিকে তাদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির ওই বোয়াল। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে নেওয়া হয়। মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান একটু লাভের আশায় ২২ কেজি ওজনের মাছটি কিনে নেন। এ সময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বাংলানিউজকে জানান, ২২ কেজি ওজনের বড় একটি বোয়াল কিনে কেজিতে ১৫০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫৬ হাজার টাকায় বিক্রি করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ