ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১৮ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১৮  নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১৮ 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৮ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি বালু উত্তোলনের ড্রেজার ও তিনটি নৌকা জব্দ করা হয়।

শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা ও তিতাস নদীর মোহনায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।

অভিযান শেষে তিনি জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনটি ড্রেজার ও তিনটি নৌকাসহ ১৮ জন শ্রমিককে আটক করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে লিজ না নিয়েই অবৈধভাবে বালু উত্তোলন করছে।  

তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে মালিক কৃর্তপক্ষ পালিয়ে যান। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ