গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার একটি কারখানার শ্রমিক ইউনিয়নের নেতার বিরুদ্ধে শিশু (৯) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মো. আজিজুল ইসলাম (৪৫) সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার হায়দার আলীর ছেলে।
এলাকাবাসী ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, রাখালিয়াচালা এলাকায় ওই শিশু পরিবারের সঙ্গে থাকে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শিশুকন্যাকে একা রেখে তার মা বাসার বাহিরে কাজে চলে যান। এ সুযোগে আজিজুল তাদের বাসায় গিয়ে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে যান। পরে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে। এ সময় আজিজুল কৌশলে পালিয়ে যান। এ ঘটনার পর শুক্রবার দিনগত রাতে স্থানীয় কয়েকজন নেতাদের মাধ্যমে ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন আজিজুল।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বাংলানিউজকে বলেন, ঘটনার পর থেকে আজিজুল পালিয়ে ছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিকেলে অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
আরএস/আরআইএস