ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

অর্থ সংগ্রহে ডাকাতির পরিকল্পনা ছিল জঙ্গিদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
অর্থ সংগ্রহে ডাকাতির পরিকল্পনা ছিল জঙ্গিদের

ময়মনসিংহ: অর্থ সংগ্রহের জন্য ডাকাতির পরিকল্পনা ছিল ময়মনসিংহে গ্রেফতার জঙ্গিদের। এজন্য তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পরিকল্পনা অনুযায়ী ডাকাতির পরিকল্পনা নিয়ে জামালপুর থেকে নৌপথে ময়মনসিংহ এসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

 

তারা হলেন জেএমবির এহসাব সদস্য- ময়মনসিংহের মো. জুলহাস উদ্দিন ওরফে কাদির ওরফে মেহেদী (৩৪) ও মো. আলাল ওরফে ইসহাক (৩৬), ব্রাহ্মণবাড়িয়ার মো. রোবায়েদ আলম ওরফে ধ্রুব (৩৩) ও রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)।  

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিডিয়ার অফিসার ও র‌্যাব-১৪ অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল ও মিডিয়া সেলের পরিচালক খন্দকার আল মোমেন, র‌্যাব-১৪ অধিনায়ক মো. রোকনুজ্জামান প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার জঙ্গিরা জিজ্ঞাসাবাদে জঙ্গি সংশ্লিষ্টতা ও উদ্দেশ্য সম্পর্কে নানা তথ্য দিয়েছেন। তারা সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী অর্থ সংগ্রহের জন্য আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতির জন্য দ্বায়িত্বপ্রাপ্ত ছিল। এজন্য তাদের জামালপুরের একটি গোপন আস্তানায় প্রশিক্ষণ দেওয়া হয়। সেখান থেকেই তারা ডাকাতির পরিকল্পনা নিয়ে ময়মনসিংহের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান, এনজিও এবং স্বর্ণালঙ্কার দোকান সর্ম্পকে তথ্য সংগ্রহ করে টার্গেট নির্ধারণ করেছিল।  

এজন্য তারা গত ৩১ আগস্ট গ্রেফতার জঙ্গিরা জামালপুরের মাদারগজ্ঞ এলাকার একটি আস্তানায় জড়ো হয়ে পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মতে গত ১ সেপ্টেম্বর বিকেলে তারা জামালপুরের জামতলা চর এলাকা থেকে ব্রহ্মপুত্র নদ দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা শুরু করে ৩ সেপ্টেম্বর মধ্যরাতে ময়মনসিংহের খাগডহর এলাকায় পৌঁছায়। পরে তাদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

জঙ্গিদের এ ডাকাতির নেতৃত্বে ছিল গ্রেফতারকৃত জঙ্গি জুলহাস ওরফে কাদেরী ওরফে মেহেদী। তার নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল কয়েকটি দলে বিভক্ত হয়ে দ্বায়িত্ব পালনের পরিকল্পনা করেছিল।  

প্রসঙ্গত, গ্রেফতার অভিযানে জঙ্গিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, আটটি বোমা সদৃশ্য বস্তু, চার ব্যাগ ও দরজা ও লক ভাঙার সরঞ্জামাদি এবং একটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ