ঢাকা: ‘চতুর্থ শিল্প বিপ্লব’ এর ওপর আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠান ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সহযোগিতার সেতুবন্ধন তৈরি হবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগে অনুষ্ঠেয় এ সম্মেলনের প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কিত এক জরুরি সভায় শনিবার (০৪ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।
কমিশনের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সম্মলনের পরিকল্পনা, প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ড. মো. আবু তাহের। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে সভায় সংযুক্ত হন।
আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ সরওয়ার মোরশেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামীম কায়সার ও একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামীম আল মামুন কারিগরি উপ-কমিটির কাজের অগ্রগতি উপস্থাপন করেন।
ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বলেন, দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা খুবই কষ্টসাধ্য কাজ। এ সম্মেলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে যোগযোগের একটি নেটওয়ার্ক তৈরি হবে। একই সঙ্গে শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠান ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও একটি সহযোগিতার সেতুবন্ধন তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড. কাজী শহীদুল্লাহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করে অনুষ্ঠেয় সম্মেলন সফল করার আহ্বান জানান।
উপ-কমিটির সদস্যরা সম্মেলনে মূল বক্তাদের আমন্ত্রণ, নিবন্ধন আহ্বান, মুজিব ১০০ আইডিয়া কনটেস্ট, মুজিব ১০০ ইন্ডস্ট্রিয়াল-একাডেমিয়া এক্সিবিশনসহ তাদের সার্বিক কাজের অগ্রগতি উপস্থাপন করেন।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ৮ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মেলনের প্রথম দুদিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন অধিবেশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ১০ থেকে ১১ ডিসেম্বর ইউজিসির তত্ত্বাবধানে ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভুলেশন অ্যান্ড বিয়োন্ড (আইসি৪আইআর ২০২১)’ বিষয়ে বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এমআইএইচ/আরআইএস