ঢাকা: ইংরেজদের তাড়ানোর জন্য বাঙালি জাতিকে জাগরণ সৃষ্টি করেছেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন সাম্যের কবি, প্রেমের কবি, অন্যায়ের প্রতিবাদকারী।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ শাহবাগ থানা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ বলেন, বাঙালি জাতিকে ঐকবদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এ স্বাধীন দেশকে বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে আবার ৭০/৭১ এর মতো মুক্তিযুদ্ধের চেতনার শক্তির ঐক্য চাই। যে ঐক্যের মাধ্যমে বাংলাদেশ হবে সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত বাংলাদেশ। তবেই স্বার্থক হবে কবি নজরুলের স্মরণ সভা।
বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম জলিল, আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য লোকমান হোসেন চৌধুরী, জাসদ নেতা হুমায়ুন কবির, মানবাধিকার পার্টির সভাপতি মাওলানা মহিবুর রহমান চাঁদপুুরী, বরিশাল বিভাগ সমিতির সদস্য নকিব হক, জাসদ নেতা শাহাবুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
এমএইচ/আরআইএস