ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখেই পালালেন স্বামী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখেই পালালেন স্বামী!

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মারা যাওয়া স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে গেলেন স্বামী নবী হোসেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে মারা যান গৃহবধূ শারমিন (২২)।

স্থানীয়রা জানান, প্রায় দু’বছর আগে দেওয়ানগঞ্জ উপজেলার বাশতলী এলাকার আব্দুস সামাদের মেয়ে শারমিনের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার আলী মাহামুদের ছেলে নবী হোসেনের বিয়ে হয়। এর কিছুদিন পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। এর জেরে শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ ঘরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শারমিন। তবে এ ঘটনা দেখতে পেয়ে শ্বশুর-শাশুড়িসহ আত্মীয়-স্বজন শারমিনকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরবর্তীসময়ে তার অবস্থার অবনতি হলে তাকে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর পর পরই স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যান স্বামী নবী হোসেন।

এদিকে, শারমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নবী হোসেন বাড়িতে হামলা ও তার বাবা-মাকে আটক করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবী হোসেনের বাবা-মাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বাংলানিউজকে জানান, ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১

এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ