ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

পৌষমেলা উদযাপনে লোকসংগীতের আসর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
পৌষমেলা উদযাপনে লোকসংগীতের আসর ...

ঢাকা: চলছে শরতকাল। এরপর পালাক্রমে হেমন্ত শেষ হয়ে আসছে শীত।

কুয়াশায় আচ্ছন্ন পৌষের কনকনে শীতের সকাল বেলাটা যদি পিঠাপুলি আর খেজুরের রস আস্বাদনে জমে উঠে না উঠে তাহলে পৌষের সকালটাই নিরানন্দে ভরে উঠে। যার কারণে হাড়কাঁড়ানো শীতের বাধা উপেক্ষা করে পৌষ প্রিয় বাঙালি পিঠাপুলির উৎসবে মেতে উঠে।

আবহমান বাংলায় পৌষ স্বরূপে ধরা দিলেও রাজধানীর বাসিন্দাদের কাছে কল্পলোকের গল্পের মতো। রাজধানীবাসিদের পৌষের আমেজে ভরিয়ে তুলতে বরাবরের মতো এবারও তাই পৌষ মেলার আয়োজন করছে পৌষমেলা উদযাপন পরিষদ।

এ উপলক্ষ্যে পূর্ব প্রস্তুতি হিসেবে অনলাইনে লোকসংগীতের অনুষ্ঠানের আয়োজন করেছে উদযাপন পরিষদ। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় এই লোকসঙ্গীতের আসরে সঙ্গীত পরিবেশন করেন আকরামুল ইসলাম, অণিমা মুক্তি গমেজ, আরিফ রহমান ও আবিদা রহমান সেতু।

অনুষ্ঠান সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। এর আগে আসরের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ