ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কনশাস লিভিং ব্র্যান্ড ‘ত্রিয়নয়না’র যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
কনশাস লিভিং ব্র্যান্ড ‘ত্রিয়নয়না’র যাত্রা শুরু

ঢাকা: দেশের প্রথম কনশাস লিভিং ব্র্যান্ড ‘ত্রিনয়না’র যাত্রা শুরু হয়েছে।

গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বনানীতে অবস্থিত সাতোরি মেডিটেশন্স প্রাঙ্গণে ব্র্যান্ডটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এটি সাতোরি ফাউন্ডেশনের তৃতীয়তম অঙ্গপ্রতিষ্ঠান।

সচেতন জীবনযাত্রায় প্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী সরবরাহ করবে ত্রিনয়না। প্রকৃতিমুখী জীবনবোধ এবং তার চর্চাভিত্তিক জীবনাচরণের প্রচার ও প্রসারে সাতোরি ফাউন্ডেশন তার অন্য দুটি অঙ্গসংস্হা নিয়ে কাজ করে চলেছে নিরন্তরভাবে।

ফাউন্ডেশনের এই উদ্যোগের অংশ হিসেবেই সাতরি মেডিটেশনস যেমন ট্রান্সফরমেটিভ মেডিটেশন প্র্যাকটিসের সুযোগ করে দিচ্ছে, তেমনিভাবে জরবা ক্যাফের মূল লক্ষ্য প্রকৃতিনির্ভর, নিষ্ঠুরতা বর্জিত খাদ্যাভ্যাসে মানুষকে উৎসাহিত  করা বলে জানিয়েছেন সাতোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুসাসভাদ।

ত্রিনয়নার প্রাপ্তিসাধ্য পণ্যগুলির মধ্যে রয়েছে—মেডিটেশন চেয়ার, কুশন, মেডিটেশন ম্যাট, মেডিটেশন আউটফিট, ব্লাইন্ডফোল্ড, আগর অ্যান্ড বার্নার, সল্ট ল্যাম্প, ইনসেন্স অ্যান্ড হোল্ডার, টোট ব্যাগ, জার্নাল, প্ল্যান্টস অ্যান্ড পটস এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের সিডস অ্যান্ড নাটস।

বিভিন্ন ধরনের মেডিটেশন প্রোগ্রাম এবং মেডিটেটিভ থেরাপি প্রদানের পাশাপাশি শিল্প-সংস্কৃতি চর্চায় সাতোরি মেডিটেশনস নিয়মিত মিউজিক্যাল শো’র আয়োজন করে থাকে। ত্রিনয়নার এই নবযাত্রায় মূল অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের গান গেয়ে শোনান ব্যান্ডদল লিমোনেড।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ