ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালে দালালদের ধরতে র‌্যাবের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
ঢামেক হাসপাতালে দালালদের ধরতে র‌্যাবের অভিযান

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আবারো দালালদের ধরতে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর কয়েক মাস আগে একইভাবে হাসপাতালে অভিযানে চালিয়ে বেশ কয়েকজন দালালকে আটক পরে সাজা দিয়েছিলেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে দালালদের ধরতে অভিযান শুরু করে র‌্যাব।  

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, দালালদের ধরতে র‌্যাব তাদের নিয়ম অনুযায়ী অভিযান চালাচ্ছে।

এদিকে র‌্যাব সদর দপ্তর থেকে একটি সূত্র জানায়, সারাদেশেই একযোগে দালালদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে র‌্যাব।

এর আগে গত ১০ জুন ঢামেক হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে আটক করে র‍্যাব। পরে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন অভিযান পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ