ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
গাজীপুরে ঝুটপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট গাজীপুরে ঝুটপট্টিতে আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ফার্স্ট ইউনিট কর্মীরা।

জানা গেছে, আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। সঙ্গে সঙ্গে টঙ্গী-জয়দেবপুরসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বাংলানিউজকে বলেন, আগুন নেভানোর চেষ্টা চলছে। আরও ফায়ার সার্ভিসের কর্মীরা আসছেন। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৪২, সেপ্টেম্বর ৫, ২০২১।  
আরএস/জেডএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ