ময়মনসিংহ: ময়মনসিংহে র্যাবের হাতে আটক চার জঙ্গির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় র্যাব-১৪ এর সুবেদার মো. আনোয়ার হোসেন বাদি হয়ে শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ মামলার খবরটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় উল্লেখিত ৪ আসামির রিমান্ডের আবেদন জানিয়ে আজই (৫ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে শহরের খাগডহর এলাকায় জেএমবির সক্রিয় সদস্য ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী (৩৪), মো. আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬) ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব-১৪ এর একটি অভিযানিক দল।
এ সময় জঙ্গিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলি শেষে অস্ত্র ও গোলাবারুদসহ চার জঙ্গিকে আটক করা হয়। এ সময় তাদরে কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গোলাবারুদ, ৮টি বোমা সদৃশ্য বস্তু, ৪টি ব্যাগ, দরজা ও লক ব্রেকিং সরঞ্জামাদি, একটি মাটির চুলা এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।
এর আগে শনিবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জঙ্গিদের গ্রেফতারের পটভূমি ব্যখ্যা করেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এমএমজেড