ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক-হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক-হেলপার নিহত দুর্ঘটনাকবলিত ট্রাকটি

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন।  

রোববার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দু’জনের মধ্যে চালকের নাম মমতাজ আলী (৩৫)। তিনি দিনাজপুর জেলার চকরামপুর গ্রামের মো. আকবর আলীর ছেলে বলে জানা গেছে। তবে হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
 
জানা গেছে, টাঙ্গাইলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৫০৫৭) ডুবাইল এলাকায় আরেকটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২২-৯৭৩৪) পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকটি সড়কে উল্টে যায়। পেছনের ট্রাকটির সামনের অংশ ধুমড়ে-মুছড়ে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে।  

বিষয় নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়ার পর মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ