গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে্ এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কর্মীরা দীর্ঘ ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, মাজুখান এলাকায় ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী-জয়দেবপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি আরও জানান, আগুনে টিনশেডের অনেক গুদাম ও ঝুট পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঝুট গুদামের সংখ্যা জানা যায়নি। এছাড়া তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৫০৫, সেপ্টেম্বর ৫, ২০২১।
আরএস/এমএমজেড