ময়মনসিংহ: ময়মনসিংহে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সার্কেল কার্যালয়ে দালালবিরোধী অভিযানে ১১ জনকে জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন র্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর আখের মুহাম্মদ জয়।
এ সময় আটক করা হয় দালাল চক্রের ১৫ সদস্যকে। আটকরা হলেন- জাহাঙ্গীর, ভুট্টো মিয়া, সোহেল, কমল, রিজুয়ান, জুয়েল, ইয়াসিন, আখতারুজ্জামান, রনি, শহীদুল ইসলাম, মো. ফয়েজ, মোফাজ্জল হোসেন, বানু সেন, স্বপন মিয়া ও মো. শাহজাদা।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই দালাল চক্র বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহিতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে প্রতারণা করে আসছিল।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
আরএ