নরসিংদী: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে দুই জন টেঁটাবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (০৫ অক্টোবর) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, নজরপুর ইউনিয়নের নজরপুর মিয়াবাড়ির সিদ্দিক মিয়ার পুত্র শাহাজান মিয়া (৬০) এবং জালু মিয়ার পুত্র আলমগীর (৫৫)।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নজরপুরের মিয়াবাড়ি ও ফকিরবাড়ির মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরমধ্যে গত ২ দিন আগে পরিস্থিতি হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এরপর রোববার সকালে দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় টেঁটার আঘাতে মিয়া বাড়ির পক্ষের শাহাজান ও আলমগীর নামে দুইজন টেঁটাবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।
নজরপুর ইউপি চেয়ারম্যান বাদল সরকার বাংলানিউজকে বলেন, সংঘর্ষের খবর আমি শুনেছি। তবে কিভাবে কি ঘটলো, বিস্তারিত জানিনা এখনও।
নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বাংলানিউজকে বলেন, মিয়াবাড়ির দুইজন টেঁটাবিদ্ধ হয়েছে। তবে খুব বেশি জখম হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এনটি