ঢাকা: রাজধানীর বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় ৬০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম-ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।
রোববার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে বিমানবন্দর থানার এক নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে এ দুর্ঘটরা ঘটে। ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে যানবাহনের চাপায় ঘটনাস্থলে বৃদ্ধ মারা যান।
এসআই আরও জানান, এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, নিহত ব্যক্তি বিমানবন্দর গোলচত্বর এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। এলাকার কেউ তার পরিচয় জানাতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এজেডএস/জেএইচটি