ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাতবার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাতবার্ষিকী পালন

নড়াইল: স্বাধীনতা যুদ্ধের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের ৫০তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (৫ সেপ্টম্বর) সকাল সোয়া ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের বসতভিটায় স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক অর্পণ করেন নড়াইল জেলা প্রশাসন, নড়াইল জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সদর উপজেলা পরিষদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, আওয়ামী লীগ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন সামাজিক সংগঠন।

 

শ্রদ্ধাঞ্জলি শেষে মহান এই বীরের প্রতি সম্মান জানিয়ে পুলিশের একটি চৌকস বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেন।

বীরশ্রষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি যাদুঘর ও গ্রহন্তগার মিলনায়তন মহান এই বীরের জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে প্রায় দেড়শত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সদর) তানজিলা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মাহাম্মদর ছেলে শেখ মোস্তফা কামাল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকট এস.এ মতিন, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্য সচিব মো. আজিজুর রহমান ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য নাজনিন সুলতানা রাজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টম্বর ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ