ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে মূর্তি ভাঙচুর, গ্রেপ্তার ১

ফারহানা মির্জা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলা সদরের দেউলভোগ কালী মন্দিরে শুক্রবার গভীর রাতে এক দুর্গা মূর্তি ভাঙচুর করা হয়েছে।

ভাঙচুরে জড়িত সন্দেহে মিজানুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।



স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, ‘মন্দিরের জায়গা ও সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি ঘটে থাকতে পারে। এ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত ভালো। ’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, আসন্ন দুর্গা পুজার জন্য মন্দিরটিতে মূর্তি তৈরি হচ্ছিল। শুক্রবার গভীর রাতে তা ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, মূর্তি ভাঙচুরের ঘটনায় মন্দির কমিটির সভাপতি কাজল দাস শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।