ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যথাসময়েই পরীক্ষা: কুয়েট একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
যথাসময়েই পরীক্ষা: কুয়েট একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর একাডেমিক কাউন্সিল শনিবার ঘোষণা দিয়েছে ২য় ও ৩য় বর্ষের ১ম সাময়িক পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুর দেড়টায় শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।



একাডেমিক কাউন্সিলের সভা শেষে কুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ‘পরীক্ষা পেছানো হবে না। হাতেগোনা কিছু  শিক্ষার্থী ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা নষ্ট করদত গভীর রাতে উচ্ছৃঙ্খল আচরণ করেছে; যা কুয়েটের সুনাম বিনষ্ট করার শামিল। ’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থ রক্ষা , সেশনজট মুক্তি ও বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ’  

ভাইস চ্যান্সেলর আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে কাস শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় শিক্ষার্থীরা পরীক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। সেহেতু, তারা ভালোভাবেই পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা পেছানোর কোনো যুক্তি নেই। ’
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আব্দুর রউফ বাংলানিউজকে জানান, ‘আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২য় ও ৩য় বর্ষের প্রথম টার্ম পরীক্ষা শুরু হবে। পরীক্ষা আগামী ১২ অক্টোবর শেষ হবে। ’

তিনি বলেন, ‘ছুটির সময় হলে অবস্থানরত কতিপয় শিক্ষার্থী শিক্ষার পরিবেশ বিনষ্ট করতে গভীর রাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। ’
 
কুয়েট ক্যাম্পাসে কর্তব্যরত খানজাহান আলী থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাহ আলম বাংলানিউজকে জানান, ‘সকাল থেকেই ক্যাম্পাসে রয়েছি। কোনোরকম অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ক্যাম্পাস সম্পূর্ণ শান্ত। ’

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।