ঢাকা: গণটিকাদান কর্মসূচির আওতায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আর এ কর্মসূচির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতি কেন্দ্রে দৈনিক ৭০০ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে ডিএসসিসির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজের কার্যক্রম। ডিএসসিসি এলাকায় প্রথম ডোজের জন্য নির্ধারিত ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রেই দ্বিতীয় ডোজের এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে দৈনিক প্রথম ডোজের দ্বিগুণ অর্থাৎ ৭০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৭ ও ৮ আগস্ট প্রথম ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের আগামী ৭ সেপ্টেম্বর, ৯ ও ১০ আগস্ট যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্ট যারা নিয়েছেন তাদের ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। আগের কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
প্রথম ডোজের গণটিকা কর্মসূচিতে ডিএসসিসির প্রতিটি কেন্দ্র থেকে সাড়ে তিনশ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। তখন ছয় দিনব্যাপী কর্মসূচিতে করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্র থেকে সর্বমোট এক লাখ ৫৭ হাজার ১৩৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
আরকেআর/ওএইচ/