ঢাকা: সোমবার (৬ সেপ্টেম্বর) দেশের ১৫ জেলায় ১৭ জনের অপমৃত্যু হয়েছে।
বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে সুমাইয়া শারমিন (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে বেলকুচি পৌরসভা এলাকার ক্ষিদ্রমাটিয়া মধ্যপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ভোরে স্ত্রী শারমিনকে বাড়িতে রেখে তাঁতের কাজে যান স্বামী সোহেল। সকাল ৯টার দিকে নাস্তা খাওয়ার জন্য তিনি বাড়িতে আসেন। এ সময় শারমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নন্দীগ্রামে মুর্শিদা বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুপুরের দিকে মরদেহ উদ্ধার করা হয়। মুর্শিদা ওই উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামের মাসুদ মিয়ার স্ত্রী। গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সকালে জেলার ভালুকা উপজেলার সিডস্টোর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক কয়লা ব্যবসায়ী নিহত হয়েছেন। ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বেলাল হোসেন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকায় ডোবা থেকে হাসিবুল আলম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
নাটোর: নাটোরের নলডাঙ্গায় ব্রিজ থেকে পড়ে মো. মিলন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার সরকুতিয়া গ্রামের কান্দর ব্রিজে এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
নেত্রকোনা: নেত্রকোনার আটিপাড়া উপজেলার মাটিকাটা এলাকায় পিকআপভ্যান চাপায় রাসেল মিয়া (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে নেত্রকোনা-মদন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর শামীম মিয়া (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইটনা থানার ওসি মো. আহসান হাবীব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ, গৌরনদী ও মুলাদী উপজেলায় পৃথক ঘটনায় দুই শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।
তিন উপজেলার মধ্যে সকালে বাকেরগঞ্জের তুলাতলী নদীতে পড়ে তনয় দাস (৪) একটি শিশুর মৃত্যু হয়েছে। তনয় ওই উপজেলার কলসকাঠী এলাকার তপু দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে বাড়ির পাশের তুলাতলী নদী থেকে ভাসমান অবস্থায় তনয়কে নিথরাবস্থায় উদ্ধার করেন স্বজনরা। পরে শিশুটিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, নিখোঁজ হওয়ার একদিন পর সোমবার দুপুরে গৌরনদী উপজেলার টিকাসার এলাকার পালরদী নদী থেকে হাবিবা খানম (২) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। হাবিবা ওই গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের মেয়ে।
অন্যদিকে, মুলাদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. ছালাম সিকদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ছালাম মুলাদী সদর ইউনিয়নের ভাঙ্গার মোনা এলাকার আ. খালেক সিকদারের ছেলে।
মাগুরা: মাগুরা সদর উপজেলার বরুনাতৈল বরুনাতৈল বটগাছ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল রহমান ইমন (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী কলেজশিক্ষক নিহত হয়েছেন।
দুপুরে মাগুরা-মহম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইমন সদর উপজেলা আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিয়াজ শিকদার (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বিকেলে খুলনা-মাওয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ভ্যানে থাকা দুই যাত্রী।
ফকিরহাট থানার ওসি আনু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবা নুরুল ইসলাম (৫৭) নিহত হয়েছেন।
হরিপুর থানার ওসি আওরঙ্গজেব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ছেলে ঘাতক জয়নুল আবেদীনকে (১৯) আটক করা হয়েছে।
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোখলেছুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর দেওয়ানীপাড়ায় এ ঘটনা ঘটে।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাকের ধাক্কায় মকবুল হোসেন (৭০) নামে বাইসাইকেলের এক আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বিকেলে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের চড়াই খেলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। মকবুল ওই উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট গ্রামের বাসিন্দা।
নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ফজলুর রহমান বাচ্চু (৪৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
বিকেলে উপজেলার পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাচ্চু ওই উপজেলার পিপলাকান্দি এলাকার মৃত আবেদ আলী মাস্টারের ছেলে। তিনি স্থানীয় রাণী খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
নিহতের আত্মীয় আশরাফুল আলম জালাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এসআরএস