ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সানোয়ার হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আচারওয়ালাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

সানোয়ার হোসেন কামরাঙ্গীরচর বড়গ্রাম মধ্য ইসলাম নগর এলাকার মো. ওমর চানের ছেলে। পরিবারের সঙ্গে ওই এলাকার জাবেদের বাড়িতে ভাড়া থেকে সানোয়ার বাবার সঙ্গে মিটফোর্ড এলাকাতে মাস্কের ব্যবসা করতেন।

সানোয়ার বাবা ওমর চান বাংলানিউজকে বলেন, বিভিন্ন বাসা-বাড়িতে বানানো কাপড়ের মাস্ক সংগ্রহ করার জন্য রাত পৌনে ৮টার দিকে সানোয়ার বাসা থেকে বের হন। ঠিক ১৫ মিনিট পর সানোয়ারের ফোন থেকে একজন আমাকে ফোন দিয়ে জানায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল নিয়ে যাওয়া হচ্ছে।

সানোয়ারের বন্ধু রাহাত ও হৃদয় আহমেদ জানান, তারা কয়েক বন্ধু মিলে আচারওয়ালাঘাট মধ্য মমিনবাগের মসজিদ গলির মধ্যে আড্ডা দিচ্ছিলেন। তখন গলিতে কারেন্ট ছিলো না। কিছুক্ষণ পর তারা পাশের একটি গলিতে চিৎকার শুনতে পান। তখন তারা সেই গলিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় সানোয়ারকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়।

তাদের দাবি, ইন্টারনেট সার্ভিসের দোকানের কর্মচারী নুরা (১৫) নামে এক কিশোর তাকে ছুরিকাঘাত করেছে। তবে কি কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তারা সে বিষয়ে কিছুই জানেন না।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। সানোয়ারকে হাসপাতালে নিয়ে আসা ৬ জনকে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এজেডএস/এনটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।