ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের ফেরাতে মিয়ানমারকে চাপে রাখবে যুক্তরাজ্য বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেনের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের এক ভার্চ্যুয়াল বৈঠক হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে ডমিনিক রাব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি বাংলাদেশে শরণার্থীদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত, রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে মিয়ানমারের ওপর চাপ বজায় রাখতে যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ডমিনিক রাব বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অভিনন্দন জানান। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে আফগানিস্তানে একটি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের ওপর জোর দেন।
বৈঠকে তারা যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
টিআর/এনটি