ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

যুক্তরাজ্যে প্রবেশে রেড অ্যালার্ট প্রত্যাহারের অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
যুক্তরাজ্যে প্রবেশে রেড অ্যালার্ট প্রত্যাহারের অনুরোধ ভার্চ্যুয়াল বৈঠকে ড. এ কে আব্দুল মোমেন ও ডমিনিক রাব

ঢাকা: যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশি নাগরিকদের রেড অ্যালার্ট প্রত্যাহারের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন।

 

সোমবার (৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ভার্চ্যুয়াল বৈঠকে যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশি নাগরিকদের রেড অ্যালার্ট থাকার জন্য প্রায় সাত হাজার ব্রিটিশ বাংলাদেশি নাগরিক আটকে পড়েছেন জানিয়ে যুক্তরাজ্য সরকারের প্রতি রেড অ্যালার্ট প্রত্যাহারের অনুরোধ জানান ড. এ কে আব্দুল মোমেন।

বৈঠকে তারা যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক করার বিষয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ডমিনিক রাব।  

** রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপে রাখবে যুক্তরাজ্য

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।