সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় এক রাতে ১৯টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ।
এর আগে, সোমবার (০৬ সেপ্টেম্বর) রাতে নয়ারহাট বাজার জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন রাজবংশী বাদী হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন।
নয়ারহাট বাজার জুয়েলারি মালিক সমিতির সভাপতি আশু ঘোষ বলেন, বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের দোকানে ডাকাতির ঘটনায় আমরা সন্ধ্যায় থানায় গিয়েছিলাম। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে সমিতির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা দায়ের করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
জানা যায়, গত রোববার দিবাগত রাত ১টার দিকে বংশী নদীর তীরবর্তী আশুলিয়ার ঐতিহ্যবাহী নয়ারহাট বাজারে নৌকায় করে এসে হানা দেয় একদল ডাকাত। পরে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ টাকাসহ দুই কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নেয় তারা।
** নৌকায় এসে ১৯ স্বর্ণের দোকানে লুট করে শতাধিক অস্ত্রধারী
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
আরএ