ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাঝি-মাল্লা নেই, ২ দিন ধরে সাগরে ভাসছে ট্রলার!

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
মাঝি-মাল্লা নেই, ২ দিন ধরে সাগরে ভাসছে ট্রলার! সংগ্রহীত ছবি।

পাথরঘাটা, (বরগুনা): দুই দিন ধরে সাগরে ভাসছে মাছ ধরার ট্রলারটি। এর মধ্যে দেখা যায়নি কোনো মাঝি-মাল্লাকে।

ধারণা করা হচ্ছে, সাগর উত্তাল থাকায় বিকল হয়ে ভাসছে ওই ট্রলার।

সুন্দরবন সংলগ্ন দণি বঙ্গোপসাগরের আলোরকোল এলাকার ঘটনা এটি। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করেছে।

সুন্দরবন দুবলার চর ফিসারম্যান সমিতির সভাপতি মো. কামাল উদ্দিনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, দুই দিন ধরে সুন্দরবনের দণি বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ভাসছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরে সাগর উত্তাল থাকায় ট্রলারটি বিকল হয়ে পড়েছে। তবে ওই ট্রলারের জেলেরা কোথায়, কি অবস্থায় আছে তা জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে যৌথ অনুসন্ধান অব্যাহত রেখেছে দুবলার চর ফিসারম্যান সমিতি ও বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার লেফটেন্যান্ট মেজবাহ বাংলানিউজকে বলেন, সকাল ৯টার দিকে বিষয়টি জানতে পেরেছি। ট্রলারটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময় ১২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।