ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

টিকা নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় পা হারালেন যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
টিকা নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় পা হারালেন যুবক হাসপাতালের বেডে মোশারফ। ছবি: বাংলানিউজ

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধের গণটিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য গ্রামের বাড়ি যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মোশারফ হোসেন (২৮) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ওই যুবকের এক পা চামড়ার সঙ্গে ঝুলে থাকলেও অপর পায়ের অবস্থাও খুবই করুণ।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, অস্ত্রোপচারের সময় তার দুই পা ফেলে দিতে হবে। পাশাপাশি তার অবস্থান শঙ্কামুক্ত নয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কমলাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

আহত মোশারফ হোসেন নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর মির্জানগর গ্রামের কৃষক আব্দুর সাত্তারের ছেলে। তিনি রাজধানীর এলিফ্যান্ট রোডে তার চাচা হাজী আবুল কাশেমের জুতার দোকানে সেলসম্যানের কাজ করেন। তিনি থাকেন আজিমপুর এলাকায় চাচার বাসায়।

আহত মোশারফ হোসেন জানান, সকালে টিকা নিতে তিনি বাড়ি যাওয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে যায়। সেখানে নরসিংদীর ১১ সিন্ধু ট্রেনের টিকিট কাটেন। সকাল ৭টা ২৫মিনিটে ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার কথা। এজন্য তিনি স্টেশনে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রেললাইনের ওপর দিয়ে ৭ নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। তখন পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিনি রেললাইনের নিচে পড়ে যান। এসময় ওই ইঞ্জিনের নিচেই তার দুই পা কাটা পড়ে। পরে রেলওয়ে থানা পুলিশ মোশারফকে উদ্ধার করে প্রথমে জাতীয় অর্থপেডিক্স হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যায়। তবে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দেন তাকে।

মোশারফ আরও জানান, গত মাসে তিনি করোনা ভাইরাস প্রতিরোধের গণটিকার প্রথম ডোজ নিয়েছেন। আজ টিকার দ্বিতীয় ডোজ ছিলো। সেজন্যই সকালে তিনি ট্রেনে করে বাড়ি যাওয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে গিয়েছিলেন।

ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, দুর্ঘটনায় তার দুই পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা তাকে আপাতত রক্ত দিচ্ছি। তাকে স্টেবল করার পর তার পায়ে অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচার করে ক্ষতিগ্রস্ত তার পা দুটি ফেলে দেওয়া হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তবে রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। যেকোনো সময় তার অবস্থার অবনতি হতে পারে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বাংলানিউজকে জানান, মোশারফ কমলাপুর রেলস্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে ছিল।  তখন একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তার দুই পা ক্ষতিগ্রস্ত হয়। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।