ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে বেড়েছে নদ-নদীর পানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
বরিশালে বেড়েছে নদ-নদীর পানি

ব‌রিশাল: মৌসুমি বায়ু ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় এলাকার সব নদ-নদীতে পানি বেড়েছে। বরিশালে কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদী তীরবর্তী নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টায় কীর্তনখোলা নদীর বন্দর পয়েন্ট এলাকায় পূর্ণ জোয়ারের সময় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুর রহমান জানান, বরিশালে কীর্তনখোলার বিপৎসীমা ২.৫৫, আর সকালে ছিল ২.৬০। পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী নিচু এলাকাগুলো জোয়ারের সময় পানিতে তলিয়ে যায়। তবে ৬ ঘণ্টা পর ভাটার সময় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সোমবার রাত থেকে থেমে থেমে বরিশাল নগরেতে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত এবং সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, বৃষ্টি এবং বিরূপ আবহাওয়ার কারণে নদ-নদীতে পানি কিছুটা বেড়েছে। ৩/৪ দিনের মধ্যে এই অবস্থার পরিবর্তন হবে। এতে বর্তমান পরিস্থিতি কেটে যাবে, তাই আতঙ্কিত হবার কিছু নেই।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৭, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।