সাতক্ষীরা: নির্বাচনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দু’টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (খুলনা-১১৫৫ ও খুলনা-১১৫৯) নেতাকর্মীরা মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুই ঘণ্টা কর্মবিরতি দিয়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করেন।
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৯ এর সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ১১৫৯ এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ১১৫৫ এর সাধারণ সম্পাদক মাসুদ আলম, শ্রমিক নেতা মনিরুল ইসলাম, শরিফুল ইসলাম খোকন, ইবাদুল হকসহ অনেকে।
বক্তারা বলেন, শ্রমিকদের একটি পক্ষ মোটা অংকের অর্থের বিনিময়ে এক জনপ্রতিনিধির সহয়তায় গোপনে অবৈধভাবে শ্রম অধিদপ্তর থেকে নতুন কমিটি করে এনেছে। কিন্তু সাধারণ শ্রমিকরা এ কমিটি মানতে চাচ্ছেন না। শ্রমিকরা চাচ্ছেন, সাধারণ সভার মাধ্যমে তফসিল ঘোষণা করে নিরপেক্ষ নির্বাচন।
বক্তারা আরও বলেন, আমরা নির্বাচন করে বর্তমান কমিটিতে আছি। করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। আমরা এখন শুনছি গতবার যারা নির্বাচনে পরাজিত হয়েছিলেন, তারা গোপনে কমিটি করেছেন। তারা জোর করে ক্ষমতায় আসতে চাইছেন। এটা শোনার পর সাধারণ শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
এসআই